Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নতুন পাঁচটি দেশকে নিয়োগ দেয়া হয়েছে। দেশগুলো দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে।

বুধবার জাতিসংঘ সদরদপ্তরে এক পতাকা অনুষ্ঠানের মাধ্যমে দেশগুলোকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর এই পাঁচ নতুন সদস্য নিরাপত্তা পরিষদে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

দেশগুলো হলো: বেলজিয়াম, ডমিনিকান রিপাবলিক, ইন্দোনেশিয়া, জার্মানি এবং সাউথ আফ্রিকা। এদের মধ্যে ডমিনিকান রিপাবলিক জানুয়ারি মাসের জন্য সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

নিজ নিজ দেশের প্রতিনিধিরা তাদের দেশের পতাকা স্থাপনের মাধ্যমে এ দায়িত্ব বুঝে নেয়।

পতাকা অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের জানুয়ারি মাসের প্রেসিডেন্ট ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রদূত তাদের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী দল। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এ পরিষদের স্থায়ী সদস্য। এদের ভেটো ক্ষমতা রয়েছে।

বাকি সদস্যদের দু’বছর মেয়াদে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাধ্যমে নির্বাচিত করা হয়। তবে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পরিবর্তন হয় প্রতি মাসে।

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো অনেকটা মুখিয়ে থাকে এবং এ উদ্দেশ্যে বছরের পর বছর তারা প্রচারণা চালায়।

Bootstrap Image Preview