Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেগুনবাগিচায় মধ্যরাতে ২ গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


রাজধানীর সেগুনবাগিচায় মধ্যরাতে আয়ওমী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেগুনবাগিচার কাঁচা বাজারের কাছে আধা ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

বুধবার (২ জানুয়ারি) মধ্যরাতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, সেগুনবাগিচা বাজারের কাছে একটি নির্বাচনী ক্যাম্পে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। স্বেচ্ছাসেবক লীগের কর্মীর ওই ক্যাম্পে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করলে ছাত্রলীগের কয়েকজন বাধা দেয় এবং তাদের মারধর করে তাড়িয়ে দেয়।পরে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন এসে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায় এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।

সংঘর্ষ চলাকালে গুলির শব্দও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গোলাগুলির খবর অস্বীকার করেছে পুলিশ। দুই পক্ষে সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গোলাগুলির খবর অস্বীকার করেছে পুলিশ।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধাওয়ার মুখে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা পালিয়ে যায়।

সংঘর্ষের ঘটনার ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ঘটনা তেমন কিছু না। ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

গোলাগুলি বিষয়ে তিনি বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।এখন পরিস্থিতিও শান্ত। ওই এলাকায় টহল পুলিশ অবস্থান করছে।

Bootstrap Image Preview