Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুধবার প্রয়াত হলেন টেন্ডুলকার গুরু আচরেকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেটকে 'শচীন' উপহার দিয়েছিলেন যিনি সেই দ্রোণাচার্য কোচ রমাকান্ত আচরেকার বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায়। ক্রিকেটের দ্রোণাচার্যের মৃত্যুতে শোকের ছায়া। বিনোদ কাম্বলি, প্রবীণ আমরে, সমীর দিঘে, অজিত আগারকর, চন্দ্রনাথ পন্ডিতরা তাঁর হতে তৈরি হলেও বেশিভাগই সচিনের ক্রিকেটগুরু হিসেবেই আচরেকর স্যারকে মনে রেখেছেন।

গুরুর প্রয়াণে প্রিয় ছাত্র শচীন টেন্ডুলকারও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। টুইটে যে বক্তব্য শচীন বলেন, "স্বর্গে ক্রিকেট আজ সমৃদ্ধ হল আচরেকার স্যারকে পেয়ে। তাঁর অনেক ছাত্রের মতোই আমিও ওঁর কাছে ক্রিকেটের এবিসিডি শিখেছি। আমার জীবনে ওঁর অবদান কোনও শব্দ দিয়ে বোধানো যাবে না। তিনি এই ভিতটা তৈরি করে দিয়েছিলেন, আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি।"

সঙ্গে শচীন আরো বলেন, "গত মাসে আমি স্যারের বাড়ি গিয়েছিলাম, সেখানে স্যারের বাড়িতে বেশ কয়েকজন ছাত্রও এসেছিল, দেখা হল কত পুরোনো আলোচনা উঠে এল আড্ডায়। আচরেকর স্যার আমাদের সোজা ব্যাটে খেলা আর সোজা ভাবে বাঁচতে শিখিয়েছিলেন। আমাদেরকে আপনার জীবনের অংশ করে নেওয়ার জন্য এবং হাতে ধরে কোচিং করানোর জন্য ধন্যবাদ। খুব ভালো খেলেছেন স্যার, যেখানে গিয়েছেন সেখানে আরও বেশি করে কোচিং করান।"

কিংবদন্তি রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধায় স্মরণ করেই বৃহস্পতিবার সিডনি টেস্টে মাঠে হাতে কালো ব্যান্ড পড়ে নামেন কোহলি-রাহানেরা। টুইটারে সেই ছবি পোস্ট করে বিষয়টি সম্পর্কে জ্ঞাত করে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই প্রয়াত হন অসি প্রাক্তন ক্রিকেটার বিল ওয়াটসন। তাকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন অজি ক্রিকেটাররাও। সম্প্রতি ৮৭ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন অজি ক্রিকেটার বিল ওয়াটসন। নিউসাউথ ওয়েলসের হয়েও দীর্ঘদিন খেলেছেন তিনি। এই সম্পর্কে জ্ঞাত করে একটি টুইট করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকেও।

Bootstrap Image Preview