Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে শাবি উপাচার্যের অভিনন্দন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:১১ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশের জনগণ ভোটের মাধ্যমে চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। অতীতের মতো এবারো জনগণের সেই আশাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি, জননেত্রী শেখ হাসিনাসহ নব-নির্বাচিত সকল সংসদ সদস্যকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জ্ঞাপন করছি।

এছাড়াও তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Bootstrap Image Preview