Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাউয়াছড়ায় ট্রেন থেকে পড়ে ২ পা হারালো যুবক 

তোফায়লে পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর জালালাবাদ ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় ২২ বছর বয়সী এক যুবক পড়ে গিয়ে ২টি পা কেটে যায়।  

লোকটির নাম মোঃ সোহেল মিয়া। সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে লাউয়াছড়া রেল ক্রসিং হতে ৭০০ গজ দূরে একটি ট্রেন থেকে এক ব্যক্তি পড়ে যায়। লোকজন কাছে গিয়ে দেখে ট্রেনে লোকটির পা কেটে যায়।

পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানার সমম্বয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনযোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় আনুমানিক সাড়ে ১০ টার দিকে ট্রেন থেকে পড়ে তার ২টি পা ট্রেনে কাটা পরে।

খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

Bootstrap Image Preview