Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন প্রবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকেট লটারিতে ১৫ মিলিয়ন আমিরাতে দিরহাম (বাংলাদেশি প্রায় ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৪৭ টাকা) জিতেছেন ভারতীয় এক প্রবাসী। বৃহস্পতিবার আবু ধাবির এই র্য্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে প্রথম পুরস্কারের পাশাপাশি শীর্ষ ১০ বিজয়ীর মধ্যে ৮ জনই আমিরাতে বসবাসরত ভারতীয় প্রবাসী। এছাড়া পাকিস্তান ও ফিজির একজন করে প্রবাসী লটারিতে যথাক্রমে ২০ হাজার এবং ৩০ হাজার করে আমিরাতি দিরহাম জিতেছেন।

১৫ মিলিয়ন দিরহাম জয়ী ভারতীয় ওই প্রবাসীর টিকেট নাম্বার ০৮৩৭৩৩। আবু ধাবি বিগ টিকেট লটারিতে প্রথম পুরস্কার জয়ী হয়েছে এই টিকেট। দ্বিতীয় পুরস্কারও পেয়েছেন অপর এক ভারতীয়; যার টিকেট নাম্বার ১০৭১৫০। দ্বিতীয় পুরস্কারের অর্থ এক লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি প্রায় ২৩ লাখ ২ হাজার ৪০৩ টাকা)।

এছাড়া পাকিস্তানি নাগরিক শহীদ ফরীদ পেয়েছেন বিএমডব্লিউ সিরিজ-৪ এর একটি নতুন গাড়ি।

Bootstrap Image Preview