নিশ্চিত শতরান হাতছাড়া করেছেন ময়াঙ্ক আগরওয়াল৷ ডাবল সেঞ্চুরির চৌকাঠ থেকে ফিরতে হয়েছে চেতেশ্বর পূজারাকে৷ এবার চ্যালেঞ্জ ঋষভ পন্তের সামনে৷ দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তরুণ ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান দাঁড়িয়ে ব্যক্তিগত শতরানের দোরগোড়ায়৷
চায়ের বিরতিতে পন্ত ব্যাট করছেন ব্যক্তিগত ৮৮ রানে৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির থেকে মত্র ১২ রান দূরে দাঁড়িয়ে তিনি৷ সঙ্গে ২৫ রানে নটআউট রয়েছেন রবীন্দ্র জাদেজা৷ টি ব্রেকে ভারত আপাতত ৬ উইকেট হারিয়ে ৪৯১ রান তুলেছে৷
এসসিজি-তে দ্বিতীয় দিনেও অজি বোলারদের বিরুদ্ধে আগ্রাসন জারি ভারতীয় ব্যাটসম্যানদের৷ চার উইকেটে ৩০৩ রানের পর থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে লাঞ্চে ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৮৯ রান৷ পঞ্চম উইকেটে ১০১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৪২ রানে নাথান লায়নের শিকার বিহারী৷ ১৮১ রানে অপরাজিত থেকে লাঞ্চ করতে যান পূজারা৷
ব্যক্তিগত ১৩০ রানে এদিন খেলা শুরু করা পূজারা লাঞ্চের মধ্যে যোগ করেন ৫১ রান তাঁর সঙ্গী ঋষভ পন্ত অপরাজিত ছিলেন ২৭ রানে৷দ্বিশতরানের হাতছানি থাকলেও লাঞ্চের পর মনোসংযোগে সামান্য চিড় ধরতেই আশাহত হন চেতেশ্বর৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ডাবল সেঞ্চুরি করা থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয় টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে৷ব্যক্তিগত ১৯৩ রানের মাথায় নাথান লায়নের শিকার হন পূজারা৷
ইতিমধ্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরির পূর্ণ করেন ঋষভ৷ স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮৫ বলে পঞ্চাশের গণ্ডি পার করেন তিনি৷ ঋষভকে যথাযথ সঙ্গ দেওয়ার পাশাপাশি জাদেজাও সাবলীলভাবে এগিয়ে নিয়ে যান নিজের ইনিংসকে৷