Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোবিন্দর মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন সরফরাজ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


কানাডায় বাবাকে সমাধিস্থ করার আগেই গোবিন্দার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন কাদের খানের বড় ছেলে সরফরাজ খান।

সরফরাজের কথায়, কাদের খান-কে নিজের বাবার মতো ভালবাসতেন বলে জানিয়েছেন গোবিন্দ এবং কাদের খান তার বাবার মতো ছিলেন বলে মন্তব্য করেন বলিউড অভিনেতা। কিন্তু, গোবিন্দকে একবার জিজ্ঞাসা করবেন, তার বাবা অসুস্থ থাকাকালীন ক'বার ফোন করে তার খোঁজ নিয়েছেন? বাবার মতো যাকে দেখতেন, তার অসুস্থতার খোঁজ গোবিন্দ কখনও নিয়েছেন কি? এমন প্রশ্নও তোলেন সরফরাজ।

তিনি আরো বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি এভাবেই একে একে সব মানুষকে ভুলে যায়। যে বা যারা ভারতীয় সিনেমায় তাদের অনবদ্য অবদান রেখেছেন, তাদেরই সবাই ভুলে যায়। তার প্রকৃত উদাহরণ কাদের খান বলেও মন্তব্য করেন সরফরাজ। অভিনয় থেকে সরে যাওয়ার পর সেই সব অভিনেতার খোঁজ আর কেউ রাখে না। শুধু ছবির মাধ্যমেই তাঁদের মনে করা হয় বলেও ক্ষোভ উগরে দেন কাদের খানের বড় ছেলে।

কাদের খানের মৃত্যুর খবর পেয়ে যখন বলিউডের একের পর এক অভিনেতা শোক প্রকাশ করতে শুরু করেন, তখন সেই তালিকা থেকে বাদ পড়েননি গোবিন্দও। আর এবার সেই গোবিন্দর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন কাদের খানের ছেলে। প্রসঙ্গত শুধু কাদের খানের ছেলেই নন, বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর পর ক্ষোভ উগরে দেন শক্তি কাপুরও।

তিনি বলেন, অভিনয় থেকে সরে যাওয়ার পর কাদের খানের খোঁজ আর কেউ রাখেননি। আর্থিক দিক থেকে তাঁর কখনও কোনও অসুবিধা না হলেও, একাকিত্বে ভুগতেন তিনি। বলিউডের কেউ শেষের দিনে তাঁর কোনও খোঁজ রাখেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন শক্তি কাপুর।

Bootstrap Image Preview