Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ইনিংসে ভারত ৬২২, অস্ট্রেলিয়া ২৪/০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল চেতেশ্বর পূজারার (১৯৩)। তারপর সপ্তম উইকেট জুটিতে ঋষভ পন্থ (১৫৯*) ও রবীন্দ্র জাদেজা (৮১) মিলে ২০৪ রান তুলে অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়লেন। যার ফলে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৩০৩/৪ স্কোর নিয়ে ব্যাট করতে নেমে চা বিরতির পর ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। 

৩০৩/৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। খেলা শুরু করে লাঞ্চে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩৮৯ রান৷ হনুমা বিহারী প্যাভিলয়নে ফিরলেও চালিয়ে যান পূজারা৷ পঞ্চম উইকেটে ১০১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৪২ রানে নাথান লায়নের শিকার বিহারী৷ ১৮১ রানে অপরাজিত থেকে লাঞ্চ করতে যান পূজারা৷ তাঁর সঙ্গী ২৭ রানে ঋষভ পান্থ৷

ব্যক্তিগত ১৩০ রানে এদিন খেলা শুরু করা পূজারা লাঞ্চের মধ্যে যোগ করেন ৫১ রান৷ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দেড়শো রানের গণ্ডি টপকে ডাবল সেঞ্চুরির পথে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক বল ফেস করার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলেন পূজারা৷ এদিন সর্বাধিক ১২০৩ বল খেলার রেকর্ড ছিল দ্রাবিড়ের দখলে৷ কিন্তু শুক্রবার সাকালেই দ্রাবিড়কে টপকে নজির গড়েন পূজারা।

পূজারাকে যোগ্য সঙ্গ দেন ভারতীয় ক্রিকেটে নবাগত বিহারী৷ তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি৷ বল তাঁর হাতে লেগে ফরোয়ার্ড শর্ট-লেগে ক্যাচ হওয়ার পর আম্পায়ার আউট দেন৷ কিন্তু বিহারী রিভিউ নিলেও থার্ড-আম্পায়ারও তাঁকে আউট দেন৷ ৪২ রান আসে তার ব্যাট থেকে। 

সেঞ্চুরি পার্টনারশিপ ভাঙার পরও অক্ষত পূজারা প্রাচীর৷ সাবলীল ভঙ্গিতেই টপকে যান দেড়শো রানের গণ্ডি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে দু’টি ডাবল সেঞ্চুরি রয়েছে পূজারার৷ তাই আরো একটি ডাবল সেঞ্চুরির প্রত্যাশা ছিল তার কাছে। কিন্তু এদিন অল্পের জন্য থেমে যান৷ ১৯২ রানে স্লিপে ক্যাচ দিয়ে জীবনদান পেয়েছিলেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ জীবনদান পাওয়ার কিছুক্ষণ পরেই লায়নের হাতে ১৯৩ রানে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

পূজারা আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪১৮/৬। সেখান থেকে ভারতের ৬ ও ৭ নম্বর ব্যাট পরের ৩৭ ওভারে জুটিতে তুললেন ২০৪ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৫টি চার ও ১টি ছয় মেরে মাত্র ১৮৯ বলেই ১৫৯ রান করে অপরাজিত থাকলেন পান্থ। এই নিয়ে টেস্টে দ্বিতচীয় শতরান হয়ে গেল তাঁর। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতেও প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। 

আর ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১১৪ বল খেলে মাত্র ১৯ রানের জন্য শতরান ফসকালেন জাদেজা। তবে তাঁরা দুজনে নিশ্চিত করলেন ভারতকে এই টেস্টে আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে না।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৫৭.২ ওভার বল করে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন লায়ন। এছাড়া হ্যাজেলউড ২ টি ও স্টার্ক নেন ১টি করে উইকেট। 

প্রথম ইনিংসে ভারতের ৬২২ রানের পাহাড়ের জবাবে বিনা উইকেটে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাদের দুই ওপেনার হ্যারিস ১৯ ও খেয়াজা ৫ রানে অপরাজিত থেকে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন। 

Bootstrap Image Preview