Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ফ্রান্সে চলমান সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতা এরিক দ্রোয়েতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটির প্রসিকিউটার্স অফিস জানিয়েছে আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে প্যারিসের মধ্যাঞ্চলে সমাবেশের আয়োজন করায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

এরিক চ্যাম্পস এলিসির দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এছাড়া অস্ত্র বহনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে বলে জানা গেছে।

জ্বালানীর ওপর কর বৃদ্ধির প্রতিবাদে নভেম্বর মাসে ফ্রান্সের শহরগুলোতে বিক্ষোভ শুরু হয় এবং পরে তা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যবসা বান্ধব নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা হলুদ রঙের জ্যাকেট পরে এ আন্দোলনে নেমেছে বলে একে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন বলা হয়।

Bootstrap Image Preview