প্রথম বারের মত নড়াইল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।নির্বাচনের আমেজ এখনো দেশ জুড়ে আছে। কিন্তু দলের অন্য নেতা কর্মীদের থেকে ম্যাশ আলাদা। দলের সবাই যখন জয়ের আনন্দে ব্যস্ত তখন বিপিএল খেলতে মাঠে অনুশীলন নিয়ে ব্যস্ত এমপি মাশরাফি।তবে খেলার মাঠে নিজেকে এমপি পরিচয় দিতে চান না রংপুর রাইডার্সের এই অধিনায়ক। খেলার মাঠে যে মাশরাফি সেই মাশরাফি সেই মাশরাফি হয়েই থাকতে চান।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর।গত আসরের মত এই আসরেই রংপুর রাইডার্সের নেতৃত্ব দিবেন ম্যাশ। বিপিএলের উদ্বোধনি ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আসরের এই প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ মিরপুরের একাডেমির মাঠে অনুশীলনে এসেছিলেন মাশরাফি। এমপি হওয়ার পর এটাই তাঁর প্রথম ম্যাচ।
তাই ম্যাশের কাছে জানতে চাওয়া হয় সংসদ সদস্য হয়ে প্রথম কোন টুর্নামেন্টে মাঠে নামছেন অনুভূতিটা কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,না, অ্যাজ ইউজুয়াল। দেখেন আই হোপ দ্যাট আমি অ্যাজ অ্যা প্লেয়ার হিসেবেই এখানে পরিচিত এবং মাঠেও নামছি প্লেয়ার হিসেবে, সংসদ সদস্য হিসেবে না। আই হোপ দ্যাট ইউ গাইজ উইল ট্রিট মি দ্য সেইম ওয়ে।’