আগামীকাল পর্দা উঠছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ৬ষ্ঠ আসরের। প্রথম দিন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।
দুপুর সাড়ে ১২টায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগং ভাইকিংস। অপর ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস।
অধিনায়ক মাশরাফীর অধীনে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইলের পাশাপাশি প্রথমবারের মতো বিপিএল খেলবেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ব্যাটিং বোলিংয়ে শক্তিশালী রংপুরের বিপরীতে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে। ৫ বছর ৯ মাস পর চিটাগংয়ের জার্সি গায়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।
চিটাগং ভাইকিংস স্বোয়াডঃ
দেশি খেলোয়াড়: মুশফিকুর রহিম (অধিনায়ক), সাদমান ইসলাম, ইয়াসির আলী, রবিউল হক, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, নাহিদুজ্জামান।
বিদেশি খেলোয়াড়ঃ নাজিবুল্লাহ জাদরান, দানুস সানাকা, ক্যামেরুন ডেলপোর্ট, ফ্রিলিঙ্ক, লুক রঙ্কি, সিকান্দার রাজা, মোহাম্মদ শেহজাদ।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
দেশি_খেলোয়াড়ঃ মাশরাফি (অধিনায়ক), আবুল হাসান রাজু, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, মেহেদী মারুফ, ফরহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম।
বিদেশি_খেলোয়াড়ঃ ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, এলেক্স হেলস, রবি বোপারা, বেনি হাওয়েল, রাইলি রুশো, কাটরেল, উইলিয়ামস।
রাজশাহী কিংস স্কোয়াডঃ
দেশি_খেলোয়াড়ঃ কামরুল ইসলাম রাব্বী, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বী, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, মমিনুল হক,শাহরিয়ার নাফিজ।
বিদেশি_খেলোয়াড়ঃ মোহাম্মদ সামী, সেকুগে প্রসান্না, টেন ডেসকাট, লাউরে ইভান্স, ইসুরু উদানা, ক্রিস্টিয়ান জঙ্কার, কাইস আহমেদ, মোহাম্মদ হাফিজ।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ
দেশি_খেলোয়াড়ঃ সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, মো: আসিফ হাসান, কাজী অনিক, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন।
বিদেশি_খেলোয়াড়ঃ ইয়ান বেল, আন্দ্রে ব্রিচ, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, সুনীল নারিন।