Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview


ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের দক্ষিণ সুয়াবিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ১.৩০ মিনিটে স্থানীয় ফকির বাগিচা হযরত গোলাম হোসেন শাহ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে স্থানীয় বাসিন্দা বদিউল আলম বাদশা, রমজান আলী, শাহাব উদ্দীন, হাসান উল্লাহ, আমান উল্লাহ, শহিদ উল্লাহ'র টিনের চালার ছয়টি বসতঘর আগুনে পুড়ে পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়।

স্থানীয়রা মনে করছেন, বদিউল আলমের ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে আসে। হাতের কাছে পাওয়া পানি দিয়ে আগুন নিবারণের প্রাণান্ত চেষ্টা চালায় স্থানীয়রা।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি বসতঘরই পুড়ে ছাই হয়ে যায়।

১ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন ও স্থানীয় ছাত্রলীগ নেতা আইয়ুব জানান, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার আমান উল্লাহর বোনের বিয়ের জন্য ঘরে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও রমজান আলীর ঘরের ব্যবহৃত ৩ ভরি স্বর্ণালংকারও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কোন রকমে প্রাণে বাঁচা হতদরিদ্র পরিবারগুলো একদম নি:স্ব হয়ে গেল বলেও জানান তিনি।  

Bootstrap Image Preview