Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ জেলা ছাত্রলীগ সভাপতি বাবুর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


ব্যস্ততা ও ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার ( ০৩ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই অব্যাহতি পত্র প্রদান করেন তিনি।

জেলা ছাত্রলীগের প্যাডে লিখিত পত্রটির ছবি বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে ইসহাক খলিল বাবু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন। যা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ডিসেম্বরের ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জয় পেয়েছে। ঠিক এ সময় ইসহাকের এমন সিদ্ধান্তে হতবাক দলীয় নেতারা। এ খবর আশে-পাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়লে অনেকেই হতবাক হয়ে যায় বলে জানা যায়।

এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এমন একটি পোস্ট আমিও পেয়েছি এবং অনেকের থেকেই শুনেছি। বিষয়টি জানার জন্য তাকে ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, সে আর ছাত্রলীগ করবে না। তবে কেন বা কি কারণে করবেন না, তা পরিস্কার করে বলেননি।

Bootstrap Image Preview