Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রিজের উপর মুখোমুখি দুটি ট্রেনে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ডেনমার্কের একটি ব্রিজের উপর একটি যাত্রিবাহী এবং মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। মারাত্মক এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে আহত বহু। ফলে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ডেনমার্কের এই ব্রিজ জিল্যান্ডের আইল্যান্ড এবং ফুনেনের মধ্যে যোগসূত্র তৈরি করেছে। ভয়াবহ এই দুর্ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে গোটা ব্রিজটিকে। ব্রিজের উপর আটকে পড়া সমস্ত মানুষকে বের করে আনা হচ্ছে। অন্যদিকে, এখনও পর্যন্ত দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে দ্রুত গতিতে আসা দুটি ট্রেন ধাক্কা লাগে। ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধার ট্রেন পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, প্রত্যেকদিন এই ব্রিজের উপর দিয়ে ১০ হাজার গাড়ি যাতায়াত করে।

Bootstrap Image Preview