Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৯ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএসের (এমএন লারমা) সশস্ত্র গ্রুপের কমান্ডার বসু চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বসু চাকমা বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের সম্বভু লাল চাকমার ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জ্যোতি প্রভা চাকমার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মাসুদ বলেন, পাহাড়ি দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা তার মরদেহ উদ্ধার করেছি। মরদেহের পাশ থেকে একটি একনালা বন্দুক, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৯টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় জেএএসের (এমএন লারমা) পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করা হয়েছে। জেএসএসের (এমএন লারমা) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ার কমিউনিটি সেন্টারের সম্মুখের একটি ঘরে আমরা খেতে বসেছিলাম। এরই মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই জেএসএসের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের বসু চাকমাকে হত্যা করে।

Bootstrap Image Preview