হ্যারিস-লাবুসানের ব্যাটে শনিবার তৃতীয় দিনের প্রথম সেশন পার করল অস্ট্রেলিয়ায়৷ এক উইকেট খুঁইয়ে প্রথম সেশন শেষে ১২২ রান তুলেছে অস্ট্রেলিয়া৷ টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান হাঁকানো থেকে ২৩ রান দূরে ব্যাটিং করছেন মার্কাস হ্যারিস৷
হ্যারিসের পাশাপাশি তিন নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ভরসা দিলেন তরুণ লাবুসানে৷ অভিষেক টেস্টে পূজারা-পান্থদের সামনে বল হাতে দাগ কাটতে না পারলেও দিনের প্রথম সেশনে বুমরাহ-কুলদীপদের দারুণ ভাবে সামলে স্কোরবোর্ডে ১৮ রান জুড়েছেন ডানহাতি ব্যাটসম্যান৷
ওভার-নাইট ব্যাটসম্যান হ্যারিস এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলেন৷ ৭৭ রানে(১০৯বলে) অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার৷ এটাই চলতি সিরিজে অজি কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান৷ স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে দেখা গেল হ্যারিসকে৷ ৬৭ বলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে এদিন অর্ধশতরান পূর্ণ করেন হ্যারিস৷ কোহলিদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক হয় হ্যারিসের৷
অন্যদিকে ভারতের হয়ে প্রথম সেশন একটি মাত্র উইকেট তুলে নিয়ে সফল বোলার কুলদীপ যাদব৷ ২৭ রানে উসমান খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ৷ ৩০ ওভারে হাত ঘুরিয়ে তৃতীয় দিনের সকালে ভারতীয় বোলাররা ৯৮ রান খরচ করেছে৷ বদলে তুলে নিয়েছে একটি উইকেট৷ নয় উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া এখনও পাঁচশো রানে পিছিয়ে৷ দ্বিতীয় উইকেটে অর্ধশতরান পার্টনারশিপ হাঁকিয়ে এগিয়ে চলেছে হ্যারিস-লাবুসানে জুটি৷ প্রথম ইনিংসে ৬২২ রানের পাহাড় গড়ে ইনিংস ছাড়ে ভারত৷