Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মাশরাফি-মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


নিরাপত্তা ইস্যুতে এবার বিপিএলের শুরুতে আয়োজন করা হয়নি উদ্বোধনী অনুষ্ঠান। তাই শনিবার ম্যাচ দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ৬ষ্ঠ আসরের পর্দা উঠছে। প্রথম দিন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর সাড়ে ১২টায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগং ভাইকিংস। ম্যাচটি সরাসারি সম্প্রচার করে গাজী টিভি। 

দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর খেলবে মুশফিকের অধিনায়কত্বে আসরে অংশ নেওয়া চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে। দুটি দলই জয় দিয়ে আসরের শুভ সূচনা করতে চায়। ম্যাচের আগে শুক্রবার দুই অধিনায়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

সদ্যই জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থী মাশরাফি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত অন্য কিছু ভাবতে চাই না। আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সাথে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও সেভাবেই দেখবেন আশা করি।’

শিরোপা ধরে রাখার ব্যাপারে মাশরাফি বলেন, ‘এমন না যে, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে মনের মধ্যে সবসময় এটা কাজ করেই, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও তা আছে। তবে এবারের লক্ষ্য থাকবে শুরু থেকেই ভালো করার। গতবার আমাদের শুরুটা ভালো হয়নি। তাই এবার চাই শুরু থেকেই যেন জয়ের পথে থাকতে পারি।’

এদিকে মুশফিক বলেন, ‘আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।’

Bootstrap Image Preview