বুদ্ধি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করে নতুন বছরকে বরন করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ইংরেজি নতুন বছরের শুরুতেই খুলনা শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে খুঁজে তাদের শীত নিবারণের জন্য এ সেবামূলক কাজের মাধ্যমে নতুন বছরের যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ সম্পর্কে যবিপ্রবির শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন, ‘যারা বুদ্ধি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন তারা শীতবস্ত্র নেবার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না। তাই আমাদের সবাইকে সমাজের এ ধরনের মানুষদের প্রতি সদয় দৃষ্টি দেওয়া উচিত ,তারা যেন শীতে কষ্ট না পায়’
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।