বিপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস।প্রথমে টসে জিতে বোলিং নিয়েছেন ভাইকিংসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৫ ওভারে ৪ উইকেটে ১৭ রান
বোলিংয়ের শুরুতেই রাহীর হাতে বল তুলে দেন মুশফিক। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভার মাত্র ১ রান দিয়ে শেষ করেন রাহী। এরপর রবার্ট ফ্রিলিংক বোলিংয়ে এসে আলেক্স হিলসকে এলবিডব্লিউ আউট ও মোহাম্মদ মিথুনকে বোল্ড আউট করে রংপুরের ব্যাটিং লাইনে ধ্বস নামিয়ে দেন।
এরপর খেলার ৩ ওভারের মাথায় রুশোকে উইকেটের উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রাহী। উইকেট যেন বিলিয়ে দিতে থাকে রংপুরের ব্যাটসম্যানরা। রাহীর ওভারের শেষে আবারো বোলিংয়ে আসেন ফ্রিলিংক নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে মেহেদী মারুফকে ক্যাচ আউট করে রংপুর রাইডার্সকে কঠিন চাপের মুখে ফেলে দেন।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, রভি বপারা, আলেক্স হালেস, রোশো, বেনি হওেল।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।