Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় বন বিভাগের বিরুদ্ধে ভূমিহীনদের বিক্ষোভ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


হাতিয়ায় ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জমিতে পুকুর খনন করায় বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রায় দুই শতাধিক লোকজন।

গতকাল শুক্রবার দুপুরে হাতিয়ার সাগরিয়া বাজারে ও বন বিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ  বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, সরকার তাদেরকে চর আলিম বিটে খাসজমি বরাদ্দ দিয়েছিলো। ওই বরাদ্দকৃত জমিতে বন বিভাগ পুকুর খনন করছে। এরপর সাংবাদিকদের উপস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা সাগরিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে চর আলিম বিটের বিট কর্মকর্তার সাথে আলোচনায় বসেন।

বিট কর্মকর্তা জানান, সরকারি নির্দেশেই  চর আলিম বিটে বন বিভাগের পুকুর খনন কর্মসূচি চলছে। তিনি বিক্ষোভকারীদেরকে তাদের নামে বরাদ্দকৃত জমি বুঝে পেতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম জানান, সাগরিয়ায় ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশের বিষয়টি তিনি জানতে পেরেছেন।তিনি আগামীকাল তাদের সাথে বৈঠকে বসবেন।

Bootstrap Image Preview