Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০০ কোটির ঘরে ‘সিম্বা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


গেল বছরের শেষ মুহূর্তে (২৮ ডিসেম্বর) মুক্তি পায় ‘সিম্বা’। রণবীর-সারা জুটির প্রথম ছবিটি সুপারডুপার হিট হয়েছে। এক সপ্তাহে ভারত ও আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহ মিলিয়ে ২০০ কোটি রুপির ঘরে পৌঁছে গেছে রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা।

বক্স অফিসে আয়ের দিক থেকে ‘বাধাই হো’ ও ‘স্ত্রী’ কে ছাড়িয়ে গেছে ‘সিম্বা’। ‘বাধাই হো’র সংগ্রহ ১৩৭.৫৯ কোটি ও ‘স্ত্রী’র সংগ্রহ ১২৯.৯০ কোটি রুপি। বলিউডে ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে ষষ্ঠ অবস্থানে ‘সিম্বা’। এ ছবির আগে রয়েছে ‘সঞ্জু’, ‘পদ্মাবত’, ‘রেস-৩’, ‘বাঘি-২’ ও ‘থাগস অব হিন্দোস্তান’।

বক্স অফিসে সংগ্রহের দিক থেকে বলিউড নির্মাতা রোহিত শেঠি সফল। তাঁর নির্মিত পরপর আটটি সিনেমা শতকোটির ক্লাবে পৌঁছেছে। তাঁর এই জয়যাত্রা শুরু হয় ২০‌১০ সালে ‘গোলমাল ৩’ দিয়ে। অভিনেতা রণবীর সিং এ পরিচালককে ‘ব্লকবাস্টার কিং’ আখ্যা দিয়েছেন।

Bootstrap Image Preview