Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের হারিয়ে আশরাফুলদের বিপিএল মিশন শুরু 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৪:০৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview


বিপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারালো চিটাগং ভাইকিংস।

আগে থেকে জানান দিয়েছে রংপুর রাইডার্স তাদের দলে ক্রিকেটের সব থেকে শক্তিশালী খেলোয়াড়রা খেলবে। 
চলতি বিপিএলে তাদের দল কেই সব থেকে শক্তিশালী দল হিসাবে মান্য করা হচ্ছে। কিন্তু নিজেদের নামার সেই সুবিচার করতে ব্যর্থ হলো মাশরাফিরা।
যত গর্জায় তত বর্ষায় না বাংলায় একটা প্রবাদ আছে। ঠিক সেটাই হলো। বিপিএলের দুর্বল টিম চিটাগং ভাইকিংসের কাছে হারতে হলো।

রংপুরের দেওয়া ৯৯ রানের এই স্বল্প রানের পুঁজিতে  খুব একটা সহজে রান করতে পারেনি মুশফিকরা। রংপুরের মত তারাও ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে।খুব কষ্ঠে সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে শেষ ওভারে সানজামুল ও ফ্রিলিংকের ব্যাটিংয়ে কষ্টের জয় পায়।

চিটাগং ভাইকিংস ব্যাটিংঃ
মোহাম্মদ শেহজাদ(২৭), ডেলপর্ট(৮), মোহাম্মদ আশরাফুল(৩), সিকান্দার রাজা(৩),মোসাদ্দেক সৈকত(২),মুশফিক(২৫), নাঈম হাসান(১০), সানজামুল(৭)* ও ফ্রিলিংক(১২)*।

রংপুরের উইকেট নিয়েছেনঃ ফরহাদ রেজা(১), হওলে(১), শফিউল (১),মাশরাফি(২), নাজমুল ইসলাম অপু (১)। 
 
ব্যাটিং রংপুর রাইডার্সঃ ১০/৯৮
মাশরাফি বিন মর্তুজা (২) মোহাম্মদ মিথুন(০), মেহেদী মারুফ(১), সোহাগ গাজী(২১), ফরহাদ রেজা(৩), নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম(১)*, রভি বোপারা(৪৪), আলেক্স হালেস(০), রুশো(৭), বেনি হওেল(৮)। 

উইকেট নিয়েছেনঃ
ফ্রিলিংক(৪),আবু জায়েদ রাহী(২), নাঈম হাসান(২), খালিদ আহমেদ(১)।

রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, রভি বপারা, আলেক্স হালেস, রোশো, বেনি হওেল।

চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

Bootstrap Image Preview