Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হ্রাস পাচ্ছে চীনের জনসংখ্যা, ছাড়িয়ে যাবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন। এর পরই ভারতের অবস্থান। কিন্তু প্রচলিত এ তথ্য ভুল হয়ে যাবে ২০২৯ সালে। তখন চীনের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ১৪৪ কোটি ২০ লাখে। কিন্তু পরের বছর থেকে দীর্ঘ সময় পর্যন্ত অনবরত কমতে থাকবে এ জনসংখ্যার হার। তাই মনে করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র হয়ে উঠবে এবং ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে। যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%, যা বিশ্বে ৯৩তম। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০১১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২১ কোটিরও বেশি; যা সমগ্র বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। বিশ্বের সামগ্রিক জনসংখ্যার ১৭.৫% ভারতের অধিবাসী।

কাজেই শ্রমশক্তির পড়ন্ত অবস্থা ও বয়োবৃদ্ধ জনসংখ্যা সামাল দিতে অবশ্যই নতুন নীতিগ্রহণ করতে হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে।

চীনা অ্যাকাডেমি অব সোসাল সায়েন্সের (সিএএসএস) প্রকাশিত জনসংখ্যা ও শ্রমিকের গ্রিন বুকের নতুন সংস্করণের সংক্ষিপ্তাসার থেকে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে শ্রমসক্ষম জনসংখ্যা এখন স্থিতি অবস্থায় আছে। এছাড়া তাদের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে বয়োবৃদ্ধ জনসংখ্যা সুদূরপ্রসারী প্রভাব রাখবে। বিশেষ করে যদি সন্তান জন্মদানের সংখ্যা কমতির দিকে থাকে।

এতে বলা হয়েছে, তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে, দীর্ঘসময় ধরে জনসংখ্যা পড়তির দিকে থাকলে, বিশেষ করে বয়োবৃদ্ধ সংখ্যা যদি একসময় বাড়তে থাকে, তবে তা সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূল অবস্থা তৈরি করে।

চলতি শতকের মাঝামাঝিতে চীনের জনসংখ্যা কমে ১৩৬ কোটিতে রূপ নেবে। এতে দেশটির ২০ কোটি কর্মশক্তি কমে যাবে। যদি উৎপাদন হার অপরিবর্তিত থাকে, তবে ২০৬৫ সালের দিকে জনসংখ্যা কমে ১১৭ কোটিতে গিয়ে দাঁড়াবে।

২০১৬ সালে এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন সরকার। প্রতি দম্পতিকে একাধিক সন্তান নেয়ার অনুমতি দেয় দেশটি। ২০১৭ সালে দেশটির জন্মাহার ছিল ৩.৫ শতাংশ। গত বছরে এটা পড়তির দিকেই ছিল বলে ধারনা করা হচ্ছে।

৩০ বছরের বেশি সময় পর চীনে পরনির্ভরশীল বা কর্মহীন জনসংখ্যার হার প্রথমবারের মতো বেড়েছে ২০১১ সালে। আগামী কয়েকটি দশকে এই হার বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

সিএসএস প্রতিবেদনে বলা হয়, চীনে ২০৬০ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত জনসংখ্যার হার বেড়ে যাবে। দেশটির জনসংখ্যার বয়স কাঠামোতে ভারসাম্য আনতেই এক সন্তান নীতি থেকে সরে আসার ঘোষণা দেয়।

Bootstrap Image Preview