রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. নিজামউদ্দীন।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আবু বকর সিদ্দীকের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. নিজামউদ্দীন ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯১ সালে স্নাতোকত্তর পাশ করেন। এরপর তিনি ১৯৯৬ সালে এই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।
১৯৯৯ সালে তিনি ইসলামিক আরবি কবিতার বিষয়ে শীর্ষক পিএইচডি ডিগ্রী লাভ করেন। পরে ২০০৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তার ২০ টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
তাছাড়া তিনি আরবী সাহিত্যের বিখ্যাত কবি আল মুতানাব্বী, মাহমুদ দারবিশের নির্বাচিত কবিতাসহ (অনুবাদ) ৬টি বই লিখেছেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ২০১৩ ও ২০১৪ সালে ১ মাস করে ভিজিটিং প্রফেসর হিসেবে পাঠদান করেন।
এ দিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভাগের সিলেবাসের মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিভাগের সকল শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।