Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


তীব্র শীতে সাতক্ষীরায় শিশুরা মরাত্মকভাবে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন সাতক্ষীরা সদর হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে।

সাতক্ষীরার তালা উপজেলার তেলকুপি গ্রামের তানজিলা খাতুন ১৮ মাস বয়সের শিশু তারিম হোসেন ডায়রিয়ায় রোগে আক্রন্ত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। গত তিন হলো তার শিশু বাচ্চাকে ভর্তি করিয়েছেন। কিন্ত হাসপাতালে কোনো শিশু ডাক্তার না থাকায় অত্যন্ত দুর্চিন্তায় পড়েছেন তিনি। গেল তিন দিনের মধ্যে তার শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় কি করবেন তা বুঝতে পারছেন না।

একই অবস্থা এ হাসপাতালের শিশু ওয়ার্ডে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই ওয়ার্ডে প্রতিদিন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। কিন্ত শিশু চিকিৎসক না থাকায় মারাত্মক কষ্ট পাচ্ছে ভর্তি শিশু রোগীরা।

সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের হালিমা খাতুন তার শিশু মেয়ে রাইসা নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সদর হাসপাতালে ভর্তি করান। তার অভিযোগ ডাক্তার না থাকার পর কেন তার মেয়েকে ভর্তি করানো হলো। এখন কোথায় যাবেন তার অসুস্থ্য শিশু মেয়েকে নিয়ে তার কোনো কুলকিনারা করতে পারছেন না এই গৃহবধূ।

শিশু ডাক্তার না থাকার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম জানান,  একটি জেলা সদর হাসপাতালে কোনো শিশু ডাক্তার নেই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। এ নিয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ে লিখিতভাবে জানালেও কোনো লাভ হয়নি।

Bootstrap Image Preview