বিপিএলের উদ্বোধনী দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। প্রথমে টেসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ঢাকা ডাইনামাইটস।
পাহাড় সমান এই রানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ১৮ ওভার ২ বলে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী কিংসন। মিরাজদের এই ভরা ডুবিতে ৮৩ রানের জয় পেয়েছে ঢাকা ডাইনামাইটস।
এই দিন ডাইনামাইটসের বোলিংদের সামনে একমাত্র হাফিজ ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। রাজশাহী কিংসের এমন ছন্নছাড়া ব্যাটিং দেখে খেলা শেষ না হতেই মিরপুরের গ্যালারি ফাঁকা হয়ে যায়।
বিপিএলের শুরুটা এমন অসুন্দর ভাবে করলে শেষটা কেমন হবে সেটা দেখার বিষয়।
রাজশাহী কিংসের ব্যাটিংঃ
মোহাম্মদ হাফিজ(২৯), মুমিনুল হক(৮), সৌম্য সরকার(৪), এভান্স(১০), জাকির হোসেন(২), জঙ্কের(১), মিরাজ(১), কাইস আহমেদ(৯),আরাফ সানী(১৮) ও মোস্তাফিজ(১১)*।
রংপুরের উইকেট নিয়েছেনঃ রুবেল হোসেন (৩),সাকিব(১),মহর শেখ(২), রাসেল(১), শুভাগত হোম(১)।
ঢাকা ডাইনামাইটসের ব্যাটিংঃ ৫/১৮৯
ব্যাটিং করেছেনঃ হজরতউল্লাহ জাজাই(৭৮), সুনিল নারাইন(৩৮), পোলার্ড(৩), সাকিব আল হাসান(২), রাসেল(২১)*,সোহান(১) ও শুভাহত হোম(৩৮)*।
রাজশাহীর উইকেটে নিয়েছেনঃ আরাফাত সানী(২), হাফিজ(১), কাইস(১), মিরাজ(১)।
রাজশাহী কিংসঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ইভান্স, জনকের, মোহাম্মদ হাফিজ, কাইস আহমেদ, সৌম্য সরকার।
ঢাকা ডাইনামাইটসঃ হজরতউল্লাহ জাজাই , সুনিল নারাইন,রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, মিজানুর রহমান, মহর শেখ,আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান, সাকিব আল হাসান(অধিনায়ক)।