রাজধানীর একটি বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আয়শা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গেন্ডারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশুর বাবা ইদ্রিস একটি ওয়ার্কশপে কাজ করেন। তাদের বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়।
নিহত শিশুর বাবা ইদ্রিস জানান, পরিবার নিয়ে গেন্ডারিয়ার দ্বীন নাথ সেন রোডের ৮২-সি/২ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকেন তিনি। সন্ধ্যায় তার মেয়ে আয়শা বাসার পাশের একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। পরে ওই বাসার লোকজন খবর দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।