Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক কুকুরের কামড়ে ময়মনসিংহে আহত ২৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে এক কুকুরের কামড়ে অন্তত ২৭ জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ এসকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩টি গ্রামে পাগলা কুকুর এ তাণ্ডব চালায়। আহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। পরে পলাশতলী গ্রামের জলপাইতলা মেদারপাড়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে চারদিক থেকে ঘিরে কুকরটিকে মেরে ফেলে।

স্থানীয় সেলিম মিয়া জানান, ৩টি গ্রামে কুকুরের তাণ্ডবে মানুষ ও গরু-ছাগল আহত হয়েছে। এর মধ্যে পলাশতলীত ১৭, ধুরধুরিয়া ৭ এবং রঘুনাথপুর গ্রামে ৩ জন রয়েছে। এছাড়াও গরু-ছাগলকে কুকুর কামড়িয়েছে। এ খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো: নজরুল ইসলাম জানান, শুনেছি অনেককে কামড়িয়েছে। তবে হাসপাতালে ৫/৬ জনকে ইনজেকসন দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview