Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিমাচলে স্কুলবাস খাদে, নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:০৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ৭জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাজ্যের সিরমোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটি খাদে পড়ে গেলে বাসচালকসহ ছয় শিক্ষার্থী নিহত হন।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেলার সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।  দুর্ঘটনাস্থলটি রাজধানী শিমলা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরত্বে।

সিরমোরের এসপি রোহিত মালপানি জানিয়েছে, চালকসহ ১৯ জন শিক্ষার্থী ছিল বাসটিতে।  ঘটনাস্থলেই সমীর (৫), আদর্শ (৭), কার্তিক (১৪) ও চালক রাম স্বরূপ (৪০) এর মৃত্যু হয়।  আশঙ্কাজনক অবস্থায় অভিষেক ও তার বোন সঞ্জনা এবং অপর শিক্ষার্থী কার্তিক চৌহানকে নাহান মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

আহত বাকি শিক্ষার্থীরা নাহান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে আরও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। গতকাল শিক্ষার্থীদের দেখতে ওই হাসপাতাল পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের বিধানসভার অধ্যক্ষ রাজীব বিন্দল।

Bootstrap Image Preview