Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে বিয়ার ও বিদেশি মদসহ পিতা-পুত্র আটক

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ দল ৮৯ ক্যান বিয়ার ও ১ বোতল বিদেশি মদসহ পিতা ও পুত্রকে আটক করেছে।

রবিবার( ৬ জানুয়ারী) সকালে তাদের আটক করেছে র‌্যাব। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের কথা নিশ্চিত করেছেন র‌্যাব-৮।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রবিবার সকালে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ ডুবুলদিয়া কাজীকান্দি গ্রামের জাজিরা থানার শরিয়তপুর জেলার নুরুল আমিন কাজীর ছেলে মোঃ কোরবান আলী বাবু (২০) ও মৃত আবুল হাসেম কাজীর ছেলে নুরুল আমিনকে আটক করেছে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন  জানান, আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায় আটককৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিয়ার ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

উদ্ধারকৃত বিয়ার ও বিদেশি মদসহ আটককৃত আসামিদেরকে শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  



 

Bootstrap Image Preview