Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাসির হোসেনের নাম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


বিপিএলের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। কিন্তু এই ম্যাচে সিলেট সিক্সার্সের খেলোয়াড়ের তালিকায় দেখা গেল কোথাও নাসির হোসেনের নাম নেই।একাদশ তো দূরের কথা পনেরো সদস্যের তালিকায় মিলছে না নাসিরের নাম।

কিন্তু কেন? নাসিরকে তো সিলেট সিক্সার্স কিনেছেন। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে প্রতিটা দলের একাদশসহ পূর্ণ খেলোয়াড়দের তালিকা দিতে হয় টিম ম্যানেজমেন্টকে। যেটা করেছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স।তারা উনিশ জনের পূর্ণ খেলোয়াড়ের তালিকা দিয়েছেন। কিন্তু বিপত্তি ঘটছে সিলেট সিক্সার্সের খেলোয়াড়ের তালিকা দেখে। সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না নাসির হোসেনের নাম।

একাদশে না থাকুক একাদশের বাহিরেও কেন তাঁর নাম নেই জানার জন্য সিলেট সির্ক্সাসের মিডিয়া ম্যানেজার তামজিদ কাননের কাছে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সম্ভব হয় না।

সিলেট সিক্সার্সের আজকের একাদশঃ  ডেভিট ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান,নিকোলাস পোরান, সন্দীপ, অলোক কাপালী,লিটন দাস,সাব্বির রহমান, আল-আমিন হোসেন,তাসকিন আহমেদ , আফিফ হোসাইন,তৌহিদ হৃদয়।

Bootstrap Image Preview