Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুবর্নচরে গৃহবধূকে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি  

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সুবর্নচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে রবিবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গণি, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা গৃহবধূকে গণধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধীরা কোন দলের নয়। অপরাধীরা অপরাধ জগতের মানুষ। তাদের শাস্তি পেতেই হবে। তাদের এমন কঠিন শাস্তি দিতে হবে যাতে আর কোন অপরাধী যাতে এ ধরনের কোন অপরাধ আর না করতে পারে।

এসময় বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 

Bootstrap Image Preview