Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় পলাতক আসামি গ্রেফতার

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া গ্রাম থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিহাড়া মোড় এলাকা থেকে মো: আনোয়ার হোসেন (৪০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পাটুইল গ্রামের মৃত দইমুদ্দিনের পুত্র।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, পত্নীতলা থানায় দায়েরকৃত সিআর মামলা নং ১০৪/২০১৫ এর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

পরে তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার (৬ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview