Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিচ্ছেদে ভেঙে পড়েছেন নেহা কাক্কর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কাক্কর। সম্প্রতি অভিনেতা হিমাংশুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। গতবছরই তিনি প্রেমিককে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

হিমাংশুকে ভীষণ ভালোবাসতেন কাক্কর। তাইতো এখনও স্বাভাবিক হতে পারেননি এই গায়িকা। হতাশার কথা খোলামেলাভাবেই শুক্রবার নিজের ইন্সটাগ্রাম পোস্ট করেছেন।

তিনি লেখেন, আমি হতাশায় ভুগছি এটা সত্যি। জগতের সব নেতিবাচক চিন্তার মানুষকে ধন্যবাদ। আপনারা আমায় জীবনের সব থেকে খারাপ দিন দেখালেন। অভিনন্দন, আপনারা সফল।

নেহা জানান, আমায় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে দিচ্ছে না। যারা আমাকে বা আমার কাজকে ভালোবাসেন তাদের ধন্যবাদ। কিন্তু অনেকেই আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা না জেনেই কেউ কেউ আজেবাজে মন্তব্য করছেন। তাদের কাছে আমার অনুরোধ আমাকে নিজের মতো থাকতে দিন।

প্রেমের ৩ মাসের মধ্যেই প্রেমিককে সবার সামনে পরিচয় করিয়ে দেন নেহা। সোশ্যাল মিডিয়ায় প্রায় তাদের রোমান্টিক ছবি দেখা যেত। এখন সবই অতীত।

নেহার এই হতাশার সময়ে ভক্তরাই তাকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা যোগাচ্ছেন। তাদের প্রত্যাশা শিগগিরই সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরবেন নেহা। 

Bootstrap Image Preview