Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে ভক্তদের যে সুখবর দিলেন দীপিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৪:২৬ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৪:২৬ PM

bdmorning Image Preview


জন্মদিনের আগের দিন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি একটা ভালো খবর দেবেন। খবরটি কী হতে পারে এ নিয়ে সিনেমাপাড়া ও ভক্ত মহলে শুরু হয়েছিল তুমুল জল্পনা-কল্পনা। কেউ কেউ ভেবেছিলেন নতুন ছবিতে অভিনয়ের ঘোষণা দেবেন। কারও মনে হয়েছিল, নিজের প্রোডাকশনও শুরু করতে পারেন তিনি। কেউবা ভাবেন বৈবাহিক জীবনে ঘটে যাওয়া কোনও সুখবর হতে পারে। অবশেষে সব ধোঁয়াশার অবসান ঘটিয়ে সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন। গতকাল ৩৩তম জন্মদিনে নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করলেন তিনি।

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দীপিকা পাড়ুকোন ডট কম। এখন থেকে দীপিকার সুখবরের জায়গা এটি। তার সম্পর্কে সব তথ্যই এখানে পাওয়া যাবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডিতে ভালোবাসা জানিয়ে ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করেছেন তিনি।

সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ ছিল দীপিকার শেষ ছবি। এতদিন বিয়ের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। বিরতির পর মেঘনা গুলজারের ছবি ‘ছপাক’এ অভিনয় করবেন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা তুলে আনা হবে এই ছবিতে। ছবিতে দীপিকার বিপরীতে থাকবেন বিক্রান্ত মেসি।

Bootstrap Image Preview