Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আ হ ম মুস্তফা কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নব্য গঠিত মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রবিবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।

উল্লেখ্য, পেশায় চার্টার্ড একাউন্ট্যান্ট মোস্তফা কামাল এবারসহ চারবার এমপি হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা জেলা (দক্ষিণ)-এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সচিব পদে আসীন।এবারের আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করেছেন। এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

Bootstrap Image Preview