Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথমবার মন্ত্রিপরিষদে যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


নব গঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা। ৪৬ জন সদস্য নিয়ে গঠিত হতে যাচ্ছে এবারের মন্ত্রীপরিষদ। এদের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী ২৪ জন,প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন। এর মধ্যে গতবারের মন্ত্রিসভায় না থাকলেও এবারের মন্ত্রিসভায় অনেকেই স্থান পেয়েছেন। কেউ কেউ প্রথমবার এমপি নির্বাচিত হয়েই হতে যাচ্ছেন মন্ত্রী।

প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন যারাঃ

প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হলেন ১০ জন।

শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী)

টিপু মুন্সী (বাণিজ্য মন্ত্রী)

ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্রমন্ত্রী)

গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়)

সাধন চন্দ্র মজুমদার( খাদ্য মন্ত্রণালয়)

তাজুল ইসলাম (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)

এম এ মান্নান ( পরিকল্পনা মন্ত্রণালয়)

নরুল মজিদ মাহমুদ হুমায়ুন( শিল্প মন্ত্রণালয়)

মো: শাহাব উদ্দিন (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

নুরুল ইসলাম সুজন( রেল মন্ত্রণালয়)।

প্রথমবার প্রতিমন্ত্রীর দায়িত্ব যাচ্ছে যাদের হাতেঃ

প্রথমবারের মতো ১৫ জন প্রতিমন্ত্রী হলেন-

খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন মন্ত্রণালয়),

ডা. এনামুর রহমান(দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়),

আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়),

কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়),

ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়),

স্বপন ভট্টাচার্য্য (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়),

শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়),

মো. মাহাবুব আলী(বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়),

জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়),

মো. মুরাদ হোসেন(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়),

ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়),

জাহিদ আহসান রাসেল(যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী),

কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়),

শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়),

জাহিদ ফারুক (পানি সম্পদ মন্ত্রণালয়)।

প্রথমবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা:

প্রথমবারের মতো ১৫ জন প্রতিমন্ত্রী হলেন-

খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন মন্ত্রণালয়),

ডা. এনামুর রহমান(দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়),

আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়),

কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়),

ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়),

স্বপন ভট্টাচার্য্য (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়),

শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়),

মো. মাহাবুব আলী(বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়),

জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়),

মো. মুরাদ হোসেন(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়),

ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়),

জাহিদ আহসান রাসেল(যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী),

কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়),

শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়),

জাহিদ ফারুক (পানি সম্পদ মন্ত্রণালয়)।

প্রথমবারেই উপ-মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারাঃ 
বেগম হাবিকুন নাহার (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)
এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়)
মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)

উল্লেখ্য, কয়েক মেয়াদে মন্ত্রিত্বে থাকা অনেকেই যারা এবার বাদ পড়েছেন তাদের মধ্যে অনেকেই হলেন ইনু,মেনন,শাজাহান খান,নুরুল ইসলাম নাহিদ ও তোফায়েল এবং নাসিমসহ অনেকেই।

Bootstrap Image Preview