দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল মাশরাফির রংপুর রাইডার্স। গতকাল চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩ উইকেটে হারের পর আজ খুলনা টাইটান্সের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে।
প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর রাইডার্স।
১৭০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেন খুলনার দুই ওপেনার জুনায়েদ ও স্টারলিং। এই দুই জুটিতেই জয়ের অনেকটা পথ এগিয়ে যায় টাইটান্স। কিন্তু শেষ পর্যন্ত ১৭০ রান তুলতে ব্যর্থ হয় তাঁরা। অবশেষে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহরা।
খুলনা টাইটান্সের স্কোরঃ ৫/১৬১
মাহমুদউল্লাহ রিয়াদ(২৪), আরিফুল হক(১২), নাজমুল হাসান শান্ত(১),জুনায়েদ সিদ্দিকি(৩৩),জহুরুল ইসলাম অমি(১২)*, ব্রর্থওয়েট(৬)*, পল স্টারলিং(৬১)।
উইকেট নিয়েছেনঃ মাশরাফি (১),শফিউল(২), ফরহাদ রেজা(১), হওেল(১)।
রংপুর রাইডার্সের স্কোরঃ১৬৯/৩
রুশো(৭৬)*, রভি বোপারা(৪০)*, অ্যালেক্স হেলস(১৫), মেহেদী মারুফ(৫), মিথুন(১৫)।
উইকেট নিয়েছেনঃ আলী খান(১), জাহির খান(১), ব্রাফেট(১)।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, অ্যালেক্স হিলস, রুশো, হওেল।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,জহুরুল ইসলাম