Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে অসহায়-দুস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview


নরসিংদীতে অসহায়-দুস্থ ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো গ্রাম বাংলা ফাউন্ডেশন। এরই মধ্যে এক দুস্থ ও দরিদ্র পরিবারকে তারা নগদ অর্থ প্রদান করেছেন। 

জানা যায়, রবিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় রায়পুরা উপজেলায় গ্রাম পর্যায়ে পায়ে হেটে যাওয়ার পথে নজরে পড়ে আব্দুল হাসিমের বাড়ী। তিনি প্রায় দীর্ঘ ১২ বছর যাবৎ রিক্সা চালিয়ে তিন সন্তানসহ খুব অসহায় জীবন যাপন করে আসছিলেন। তখনি গ্রাম বাংলার প্রতিষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম রুদ্র এর কাছে আব্দুল হাসিম কান্নায় ভেঙে পড়ে এবং একটি ঘর বেঁধে দেয়ার দাবি জানান। 

তখনি এই প্রতিষ্ঠানের সভাপতি তার সহকর্মীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে  প্রায় তিন ঘন্টা পর দশ হাজার টাকা অর্থ বিতরণ করেন। অর্থ বিতরণের শেষে ছেলে-মেয়েদেরকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নামে দোয়া ও মুনাজাত করা হয়।

এসময় একই এলাকার গ্রাম পর্যায়ের অধিকাংশ দারিদ্র মানুষরা তার কাছে জড়ো হতে থাকে।

সাইফুল ইসলাম রুদ্র বলেন, আমাদের সমাজে অনেক দানশীল ব্যক্তি রয়েছে। কিন্তু মানুষের জন্য কিছু করার মনসিকতা খুব কম সংখ্যক লোকের রয়েছে। পৃথিবীতে ভালো কাজ করার মাঝে যে তৃপ্তি তা অন্য কিছুতে নেই। কারণ একজন মানুষ শুধুমাত্র তার ভালো কাজের মাধ্যমেই বেঁচে থাকতে পারে। আজকে আব্দুল হাসিমের দুর্দশাগ্রস্থ পরিবারকে সহযোগিতা করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদের সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। ০১৭৭৫-১৪৯৩৭৮ অথবা দুঃস্থ মানুষদের মাঝে অর্থ বিতরন করে দরিদ্রদের পাশে দাড়ান।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বালাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের সকল বিষয়ে দ্রুত উন্নতি ঘটছে। মানুষ আর এখম না খেয়ে থাকে না।

আরও জানা যায়, এই  সংগঠনটি মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। 

Bootstrap Image Preview