Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলের গলি থেকে সরকারি বই উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১০:৪১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১০:৪১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বিরামপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গলি থেকে সপ্তম শ্রেণির বিনামূল্যের সরকারি বই উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বিরামপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গলি থেকে বইগুলো উদ্ধার করা হয়।

কোনো স্কুলে বই নিয়ে যাওয়ার সময় এসব বই পড়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম জানান, শনিবার রাতে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গলিতে এক বস্তা বই পড়ে থাকতে দেখে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই বস্তা থেকে সপ্তম শ্রেণির চলতি বছরের নতুন বাংলা ব্যাকরণ’র ২২টি বই উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview