রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই যৌনকর্মীর নাম নিলা (২৫)।
রবিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র থেকে জানা গেছে, খরিদ্দার সেজে অজ্ঞাত এক দুর্বৃত্ত নীলার ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর সেখানকার বাসিন্দারা ওই ঘরে গলাকাটা অবস্থায় নিলাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এব্যাপারে দৌলতদিয়া থানার ওসি এজাজ শফি বলেন, লাশটি উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।