Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক ইনিংসে ১০টি উইকেটই নিলেন পুষ্পকুমারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় প্রথম শ্রেনীর ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। কলম্ব ক্রিকেট একাডেমীর হয়ে প্রথম শ্রেণির একটি ম্যাচে তিনি এই রেকর্ড গড়েন।

রোববার দ্বিতীয় ইনিংসে পুষ্পকুমারার দল কলম্বো ক্রিকেট ক্লাবের দেওয়া ৩৪৯  লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল সারাসেন স্পোর্টস ক্লাব। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন পুষ্পকুমারা। টানা বোলিং করেন ১৮.৪ ওভার। তার এই স্পেলেই মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সারাসেন। 

মাত্র ৩৭ রানে ১০ উইকেট শিকার করেছেন পুষ্পকুমারা।  ক্রিকেট ইতিহাসের ১৩ তম বেস্ট বোলিং ফিগার নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও পুষ্পকুমারা ৬ উইকেট শিকার করেছিলেন।

সবমিলিয়ে ম্যাচে ১১৬ রানে ১৬ উইকেট নেয়ার মাধ্যমে নিজের ১২৩তম প্রথম শ্রেণীর ম্যাচেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

Bootstrap Image Preview