Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহারে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দোয়ানিপাড়ার ফারুক হোসেনের মেয়ে সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের ফারজিন আশা (১৪) নামের ১০ম শ্রেণির শিক্ষার্থী সবার অজান্তে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে কেউ বলতে পারছে না।

এলাকাবাসী জানান, তার বাবা-মা সকালে মেয়েকে বাসায় রেখে নিজ নিজ কাজে গেলে, কাজ শেষে বাসায় ফিরে এসে দরজায় কড়া নাড়লে সাড়া না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। কোন কারণে আত্মহত্যা করেছে এটা জানা যায়নি।জ

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলমের সাথে কথা হলে আত্মহত্যার কথা নিশ্চিত করেছে এবং ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান। 

Bootstrap Image Preview