Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'আলোর ফেরিওয়ালা' মাত্র ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


যে এলাকাগুলোতে বিদ্যুতের আলোর অভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারতো না, দিনরাত ২৪ ঘণ্টায় যে এলাকায় মানুষের ভাগ্যে বিদ্যুৎ জুটতো মাত্র ৪-৫ ঘণ্টা, বাসা-বাড়ি কিংবা ব্যবস্যা প্রতিষ্ঠানে বিদ্যুতের সংযোগ পেতে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর অপেক্ষা করেও পাওয়া যেত না কাঙ্খিত বিদ্যুৎ। হাজার হাজার টাকা দিয়েও যেখানে মানুষের কপালে জুটতো না বিদ্যুতের লাইন, আর এখন মাত্র ৫ মিনেটে ঘরে বসেই সহজেই পাচ্ছে বিদ্যুতের লাইন।

এ যেন সত্যিই স্বপ্ন। যা বাস্তবে রুপ লাভ নিয়েছে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য।

এখানে যেমন বর্তমানে পল্লী বিদ্যুত সমিতির সেবা লোডশেডিং এক অকল্পনীয় ব্যাপার, তেমনি এখানে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মানুষের ঘরে ঘরে ভ্যানে করে পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুতের মিটার।

পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং কার্যক্রম এর আওতায় এ জেলার সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৬ জানুয়ারি) জয়পুরহাট পল্লী বিদ্যূৎ সমিতির জোনাল অফিসের উদ্যোগে আলোর ফেরিওয়ালার ব্যানারে মাত্র ৫ মিনেটেই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবিউল হক।

এ সময় উপস্থিত ছিলেন, পাচঁবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস, আক্কেলপুর পল্লী বিদ্যুতের ডিজিএম ইয়াকুব আলী, কালাই অফিসের এজিএম কাউছার হোসেন, পাচঁবিবি অফিসের জুনিয়র ইন্জিনিয়ার এন্তাজুল ইসলাম ও জিয়াউর রহমা প্রমুখ।

উদ্বোধনের প্রথম দিনেই মাত্র ৫ মিনেটে ৭০টি গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়।

Bootstrap Image Preview