Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যার কাছে প্রথমে রাধিকা আপ্তের নগ্নদৃশ্য পাঠানো হয়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বলিউডের এই সময়কার অন্যতম আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। কিছুটা ভিন্ন ধাঁচে অভিনয়শৈলি ফুটিয়ে তোলা এই অভিনেত্রী বরাবরই প্রশংসিত। অন্যদের মতো গ্ল্যামার নয়, যিনি অভিনয়টাকেই প্রাধান্য দেন; তিনি রাধিকা আপ্তে। এজন্য ক্যামেরার সামনে খোলামেলা দৃশ্য, এমনকি নগ্ন হতেও দ্বিধা করেন না রাধিকা।

সিনেমা কিংবা ওয়েব সিরিজ, সবখানেই রাধিকার বোল্ড অবতার দেখে অভ্যস্ত দর্শক। ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে তার নগ্ন দৃশ্য ফাঁস হওয়ার পর বিতর্কে শুরু হয়। 

 এই অভিনেত্রীর বেশ কয়েকবার নগ্ন দৃশ্য ভাইরাল হয়। তা নিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু নায়িকার নগ্ন দৃশ্যের একটি অংশ নাকি একবার তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

সম্প্রতি প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন রাধিকা। তিনি বলেন, ‘আমার নগ্ন দৃশ্য যে লিক হয়েছে তা আমি জানতাম না। আমার মায়ের কাছে কেউ সেটা পাঠিয়েছিল। মা আমাকে বলেছিল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বলে বোঝাতে পারব না।’

রাধিকা জানান, প্রথমবার মায়ের কাছ থেকে নিজের নগ্নদৃশ্য ফাঁস হওয়ার কথা জেনেছিলেন। দ্বিতীয়বার জেনেছিলেন বাড়ির ড্রাইভারের কাছ থেকে। সেসময় ভেঙে পড়েছিলেন তিনি।

অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম ‘ম্যাডলি’ থেকে রাধিকার নগ্ন দৃশ্য ভাইরাল হয়েছিল। সেটা ২০১৫ সালের  ঘটনা। এরপর তার পরবর্তী ছবি ‘পার্চড’-এর দুটি দৃশ্য ভাইরাল হয়। এই ছবিতে রাধিকার যৌন দৃশ্য নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। অজয় দেবগণ প্রযোজিত ‘পার্চড’ ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে বিদেশের বহু ফিল্ম উৎসবে।

Bootstrap Image Preview