Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীর মুক্তিযোদ্ধা উস্তুর আলী আর নেই

গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা উস্তুর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর নওশেরা গ্র্রামের বাসিন্দা।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা উস্তুর আলী পূর্বে হতে হৃদরোগে ভূগছিলেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দুপুর দেড়টার সময় স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মুক্তিযোদ্ধা উস্তর আলী স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোদাগাড়ী উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যদা গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাশেদুল হক, উপজেলা মু্ক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুর‌ী, গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল খালেক, চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ সানাউল্লাহসহ স্থানীয় সুধিজন।

Bootstrap Image Preview