ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (৭ জানুয়ারি) দুপুর একটায় উপাচার্যের সভা কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। গত ২১ ডিসেম্বর ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ইংরেজি ডেইলি সান পত্রিকার জবি প্রতিবেদক কবির হোসাইন সভাপতি এবং দৈনিক ঢাকাটাইমস পত্রিকার জবি প্রতিবেদক ইসরাাফীল হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন করেন।
১১ সদস্যের এই কমিটি আগামী এক বছর জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জবি প্রতিনিধি শাপলা খন্দকার সোমা, যুগ্ম- সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার জবি প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, কোষাধ্যক্ষ দৈনিক বর্তমান এশিয়া পত্রিকার শামীম আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এনটিভি অনলাইনের জবি প্রতিনিধি মাসুম বিল্লাহ্, দপ্তর সম্পাদক দ্য নিউ নেশন পত্রিকার রবিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ সংবাদ পত্রিকার মেহেদি হাসান, কার্যনির্বাহী সদস্য পদে ইউএনবি পত্রিকার আজিজুল হক, দৈনিক শেয়ারবিজ পত্রিকার হারুনুর রশিদ ও একুশে টেলিভিশন অনলাইনের জবি প্রতিনিধি মাসুদ রানা।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাসসের ক্রাইম রিপোর্টার মহসিন বেপারী, গত কমিটির সভাপতি এবং দ্য ডেইলি স্টার পত্রিকার এমরুল হাসান বাপ্পী ও গত কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার মো. মিরাজুল ইসলাম।
সৌজন্য সাক্ষাতের সময় নতুন কমিটির উপদেষ্টা এমরুল হাসান বাপ্পী, সককারী প্রক্টর মোস্তফা কামাল ও কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।