Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরেক মাদকসেবীর সঙ্গে সম্পর্ক গড়ায় তরুণীকে ব্লেড দিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বংশাল এলাকায় মাদকসেবী এক যুবকের ব্লেডের আঘাতে রানী (২৫) নামে রানী নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে দিকে বংশাল রোডের ওয়ালটন গলিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর গুলিস্তান ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সোহাগ জেল-হাজতে আছে বলে জানিয়েছে পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, সোহাগ ও রানী বন্ধু ছিলো, দুইজনই মাদকসেবন করতো। তারা গুলিস্তান জিপিওর আশেপাশের ফুটপাতেই থাকতো।

তিনি আরও জানান, কিছুদিন আগে সোহাগকে বাদ দিয়ে রানী আরেক মাদকসেবীর সঙ্গে সম্পর্কে জড়ান।কিন্তু সোমবার ভোরে রানী ও সোহাগ গুলিস্তান থেকে হেটে বংশাল রোড এলাকায় যায়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে কাছে থাকা ব্লেড দিয়ে রানী গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রানীর মৃত্যু হয়।

Bootstrap Image Preview