Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খিচুড়ি রান্নায় বিশ্বরেকর্ড গড়ল বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কৃষক নীতিতে ডাহা ফেল করেছে ভারতের নরেন্দ্র মোদির সরকার। রাম মন্দিরের জিগির তুলে ভেদাভেদের রাজনীতিতে উসকানি দিচ্ছে। এতে সংখ্যালঘুরা খুব একটা সন্তুষ্ট নয় বিজেপির প্রতি। ভোট ব্যাংক বাড়াতে এখন তাই বিজেপির বড় ভরসা দলিত সম্প্রদায়।

তফসিলি জাতি-উপজাতির সুরক্ষা আইন তৈরি করে দলিত সম্প্রদায়কে তুষ্ট করার পন্থা তৈরি করেছে মোদি সরকার। সেই দলিত ভোট ব্যাংক দখলে রাখতে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে দলিত সম্প্রদায়ের বাড়িতে পাত পেড়ে খেয়েছেন বিজেপির সেনাপতি অমিত শাহ। এবার দলিতদের জন্য পাঁচ হাজার কেজি চালের খিচুড়ি রান্না করে রেকর্ড করেছে বিজেপি।

এনডিটিভির খবরে বলা হয়, দেশজুড়ে প্রায় তিন লাখ দলিত সম্প্রদায়ের বাড়ি থেকে সংগ্রহ করা চাল, ডাল নিয়ে এ খিচুড়ি তৈরি করেছে বিজেপি। রোববার দলিতদের এলাকা দিল্লির রামলীলা ময়দানে এ বিশ্বরেকর্ড গড়ে বিজেপি। এদিন ‘ভীম মহাসঙ্গম বিজয় সংকল্প’ শীর্ষক এক র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত হওয়া দলের সমর্থক ও কর্মীদের মাঝে এ খিচুড়ি বিতরণ করা হয়েছে। বিজেপির সভাপতি অমিত শাহের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। বিজেপির তফসিলি জাতি মোর্চার সভাপতি মোহনলাল গিহারা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ খিচুড়ি তৈরির জন্য বিশেষ অর্ডার দিয়ে কড়াই তৈরি করা হয়েছে।

যার গভীরতা ছয় ?ফুট এবং ব্যাস ২০ ফুট। এই বিশাল কড়াইয়ে খিচুড়ি রান্না করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডবুকে নাম তুলতে চায় বিজেপি। তবে এ এলাহি আয়োজন দেখিয়ে দলিত সম্প্রদায়ের ভোট করায়ত্ত করাই হল বিজেপির মূল লক্ষ্য। এর আগে ২০১৭ সালের নভেম্বর মাসে ভারতীয় অভিনেতা সঞ্জিব কাপুর ৯১৮ কেজির খিচুড়ি রান্না করে বিশ্বরেকর্ড করেছিলেন।

Bootstrap Image Preview